শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

ট্রাম্পের ‘নিরাপত্তাহীনতার অনুভূতি’ নিয়ে খেলছেন নেতানিয়াহু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২২ বার

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কি না, তা নিয়ে উৎকণ্ঠায় বিশ্বের মানুষ। এর মধ্যেই ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশন্স ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচি বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে কোনো ধারাবাহিকতা বা নীতিভিত্তিক কৌশল নেই।

বিবিসি নিউজনাইটকে তিনি বলেন, ‘এটা মুহূর্তের সিদ্ধান্ত, কোনো কৌশলগত চিন্তাভাবনা ছাড়াই নেওয়া হয়।’

স্কারামুচির দাবি, ট্রাম্পের মধ্যে ‘নিজেকে কঠোর ও শক্ত নেতা দেখানোর যে নিরাপত্তাহীনতার অনুভূতি আছে’, সেটাকে কাজে লাগাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যেন ট্রাম্পকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া যায়।

ইরানে সরকার পতনের চেষ্টা বা ‘রেজিম চেঞ্জ’ নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার প্রসঙ্গে স্কারামুচি বলেন, ‘গত দুই দশকে আমরা কিছুই শিখিনি। আমার কাছে এটা পরিষ্কার না যে, এই ধরনের পরিবর্তনের নেতৃত্ব মার্কিনিদেরই নেওয়া উচিত কিনা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com