

নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
এতে বহু যাত্রী ভেতরে আটকা পড়েন, আবার কেউ বাইরে ছিটকে যান। পরে তাদের উদ্ধার করা হয়।
নিউইয়র্ক পুলিশ জানায়, বেপরোয়া গতিতে ছুটছিল বাসটি। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। খবর পেয়ে আটটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালায় জরুরি বিভাগ। আহতদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক ছিলেন।
আন্দ্রে রে আরো জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, বাসটিতে কারিগরি ত্রুটি ছিল না। বাসটির চালক দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এবং পুলিশকে তদন্তে সহযোগিতা করছেন।