বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

ষ্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩৬ নির্বাচন: মেরীর প্রার্থীতা ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার

নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৬—এর আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশী—আমেরিকান মেরী জোবায়দা। শনিবার ১৩ সেপ্টেম্বর বিকেলে এস্টোরিয়ার ক্রিসেন্ট ডাচ কিলস পার্কে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক সমর্থক ও শুভান্যুধায়ীদের করতালির মাধ্যমে তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন। তার এই ঘোষণায় নিউইয়র্ক সিটির সর্বস্তরের মানুষ সমর্থন জানিয়েছেন।

অনুষ্ঠানে মূলধারার রাজনীতিক সহ দক্ষিণ এশিয়ান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা মেরীর সর্মথনে বক্তব্য রােখেন ও তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রবীণ প্রবাসী আবুল কালাম, অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৪—এর আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী মাহতাব খান, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য আব্দুর রহীম হাওলাদার, বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ—এর সভাপতি জয়নাল আবেদীন, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশী—আমেরিকান সোসাইটির সাধারণ সম্পাদক আমীন মেহেদী, এস্টোরিয়া ওয়ালফেয়ার সোসাইটির সহ সভাপতি কয়েস আহমেদ, অ্যাসাল কুইন্স চ্যাপ্টারের সভাপতি কাজী ফরিদ আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মইনুজ্জামান চৌধুরী, ফকু চৌধুরী, সৈয়দ আল আমীন রাসেল, সানি মোল্লা, মাজেদা উদ্দিন, সেলিনা উদ্দিন, নাহিদ ফেরদৌস, ভারতীয় শিখ কমিউনিটির নেতা জাপরেট শিং, আমেরিকান কমিউনিটি হারলেম—এর লিডার জুলিয়ান সেজুরা, ইউনিয়ন লীডার রবার্ট রেমস এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও টিবিএন—২৪ এর ভাইস প্রেসিডেন্ট এ এফ এম মিসবাহউজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ও মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সহ সভাপতি জাবেদ উদ্দিন ও মেরী জোবায়দার কমিউনিকেশন ডিরেক্টর জেমস কর্জা।

অনুষ্ঠানে মেরী জোবায়দা তার বক্তব্যে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন এবং তার নির্বাচনী এজেন্ডা নিয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রম্নতি দেন। তিনি বলেন, নিউইয়র্ক সিটি ডেমোক্র্যাটদের সিটি, অভিবাসীদের সিটি। সবাই মিলেন আমাদের এই সিটিকে সুন্দর করতে হবে। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মেরী জোবায়দাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে সমর্থন জানান।

 

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির কুইন্স সহ ব্রুকলীন ও ব্রঙ্কস বরো থেকে বিপুল সংখ্যক বাংলাদেশী—আমেরিকান সহ দক্ষিণ এশিয়ান কমিউনিটির বিপুল সংখ্যক সমর্থক যোগ দেন।
অনুষ্ঠানে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন এর সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক ঠিকানা’র বার্তা সম্পাদক শহীদুল ইসলাম এবং টাইম টেলিভিশনের পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু সহ এস্টোরিয়া ওয়ালফেয়ার সোসাইটির কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সদস্য ফয়সল আহমেদ, মোহাম্মদ হোসেন আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ এনাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com