

নিউইয়র্কের ওজন পার্কে নিজ বাসায় বাংলাদেশী বংশোদ্ভুত তরুণ উইন রোজারিও নিহতের ঘটনায় দুই এনওয়াইপিডি কর্মকর্তা অতিরিক্ত বলপ্রয়োগের প্রমাণ পাওয়া গেছে। সিটির পুলিশ পর্যবেক্ষণ সংস্থা সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ড তাদের তদন্ত প্রতিবেদনে জানিয়েছে, উনিশ বছরের উইন রোজারিও মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছিলেন। ২০২৪ সালের মার্চে ৯১১ এ কল পেয়ে ওজন পার্কের রোজারিওর বাসায় ওই দুই পুলিশ ঢুকে মাত্র দু’মিনিটের মধ্যেই তাঁকে পাঁচটি গুলি করে। ওই দুই এনওয়াইপিডি কর্মকর্তা অতিরিক্ত বলপ্রয়োগ এবং ক্ষমতার অপব্যবহার করেছেন এমন প্রামাণ পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদন ও প্রমাণাদি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে জমা দিয়েছে সংস্থাটি। অভিযুক্ত দুই কর্মকর্তা সালভাতোরে অ্যালোনজি ও ম্যাথিউ সিয়ানফ্রোকো’র বিরুদ্ধে ব্যবস্থা নিবে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ।
এদিকে এ ঘটনায় নিউইয়র্ক স্টেট এটর্নী জেনারেলের দপ্তরে আরেকটি তদন্ত চলমান রয়েছে।
মর্মান্তিক এ ঘটনার পর প্রকাশিত বডি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, রোজারিওর মা ছেলেকে রক্ষার চেষ্টা করছেন, আর তাঁর ভাই পুলিশকে অনুনয় করছেন যেন মাকে গুলি না করা হয়। কিন্তু পুলিশ দ্রæত সময়ের মধ্যে রোজারিওকে গুলি করে। ওই ঘটনায় পুরো নিউইয়র্কজুড়ে কমিউনিটিতে ক্ষোভ সৃষ্টি হয়েছিলো
রোজারিওর পরিবার ইতিমধ্যে ফেডারেল আদালতে মামলা করেছে, যেখানে বলা হয়েছে—পুলিশ পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে এবং পরে পরিবারকে আলাদা করে জিজ্ঞাসাবাদ ও চাপ প্রয়োগ করেছে। খবর টাইম টেলিভিশন’র।