বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

মামদানি নির্বাচিত হলে তহবিল বন্ধ করার হুমকি ট্রাম্পের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার

নিউইয়র্ক সিটির নির্বাচন নতুন মাত্রা লাভ করেছে। গত কিছুদিনের জল্পনা-কল্পনাকে সত্য প্রমাণ করে মেয়র এরিক অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘেঅষণা দিয়েছেন। এর ফলে সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমো আর জোহরান মামানির মধ্যে সরাসরি লড়াই হওয়ার সম্ভাবনা সৃষ্টি হলো।
অ্যাডামস রোববার পুনঃনির্বাচনের প্রচারণা থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন।

অনেকেই মনে করছিল, যেহেতু অ্যাডামসের নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম, তাই তাকে সরে যাওয়াই ভালো। এতে করে কোমোর সাথে মামদানির সরাসরি লড়াই হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমনটা চেয়েছিলেন। তিনি ইতোমধ্যেই ডেমোক্র্যাট প্রার্থী মামদানির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান গ্রহণ করেছেন।
সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা করেন যে এই ডেমোক্র্যাট প্রার্থীর ওয়াশিংটনের সাথে অভূতপূর্ব সমস্যা হবে এবং তিনি জিতলে শহরটিকে ফেডারেল তহবিল দেওয়া বন্ধ করার হুমকি দেন।
ট্রাম্প পোস্ট করেছেন, ‘মনে রাখবেন, তার সমস্ত মিথ্যা কমিউনিস্ট প্রতিশ্রুতি পূরণের জন্য প্রেসিডেন্ট হিসাবে আমার কাছ থেকে অর্থের প্রয়োজন। তিনি এর কিছুই পাবেন না, তাই তাকে ভোট দিয়ে লাভ কী?’
একাধিক জনমত সমীক্ষায় দেখা গেছে যে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী মামদানি নভেম্বর মাসের নির্বাচনে জয়ী হতে পারেন—বেশিরভাগ ক্ষেত্রেই কোমো, অ্যাডামস এবং রিপাবলিকান মনোনীত প্রার্থী কার্টিস স্লিওয়াকে নিয়ে চারজনের এই প্রতিদ্বন্দ্বিতায় তিনি দুই অঙ্কের ব্যবধানে এগিয়ে ছিলেন। অ্যাডামস ধারাবাহিকভাবে শেষ স্থানে ছিলেন এবং কোমো দ্বিতীয় স্থানে ছিলেন।
মামদানি একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী হওয়ায় কিছু সম্ভাব্য দাতা উদ্বিগ্ন ছিলেন এবং তহবিল দেওয়ার আগে প্রার্থীর সংখ্যা কমে আসে কিনা, তা দেখার জন্য অপেক্ষা করছিলেন। এই আলোচনা সম্পর্কে অবগত একজন ব্যক্তি জানান যে অ্যাডামস সরে দাঁড়ানোর ঘোষণা করার পর বেশ কয়েকজন দাতা কোমোর প্রার্থিতাকে সমর্থনকারী রাজনৈতিক অ্যাকশন কমিটি ‘ফিক্স দ্য সিটি’-এর প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে কমিটিতে অর্থ দেওয়ার বিষয়ে আলোচনা করেন।
নির্বাচনের দিন আর মাত্র এক মাসের সামান্য বেশি বাকি থাকায় অ্যাডামসের এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত ফলাফলকে আমূল বদলে দেবে কিনা, তা স্পষ্ট নয়। কৌশলবিদ এবং জনমত সমীক্ষকরা বলছেন যে অ্যাডামসকে ভোট দেওয়ার পরিকল্পনা করেছিলেন এমন প্রতিটি ভোটার কোমোকে ভোট দিলেও, তা মামদানির বর্তমান জনমত সমীক্ষার সুবিধা অতিক্রম করার জন্য যথেষ্ট হবে না।
স্লিংশট স্ট্র্যাটেজিস-এর প্রতিষ্ঠাতা অংশীদার ইভান রথ স্মিথ বলেন, “যদি এটি কয়েক সপ্তাহ বা কয়েক মাস আগে ঘটত, তবে এটি একটি সত্যিকারের বড় পরিবর্তন আনত। এটি মামদানিকে হারানোর জন্য অ্যান্ড্রু কোমোর প্রচেষ্টার জন্য একটি সত্যিকারের বড় অনুপ্রেরণা হতে পারত।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com