শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

শ্রীলংকা-আফগানিস্তানের রাইজিংস স্টারস দলে তারকাদের ছড়াছড়ি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার

চলতি বছরের ১৪ থেকে ২৩ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠেয় রাইজিং স্টারস এশিয়া কাপ উপলক্ষে দল ঘোষণা করেছে আফগানিস্তান ও শ্রীলংকা। দুই দলেই দেখা গেছে জাতীয় দলে খেলেছেন, এমন তারকাদের ছড়াছড়ি।

গত বছরের মতো এবারও আফগানিস্তান দলকে (আফগান আবদালিয়ান) নেতৃত্ব দেবেন দরবেশ রাসুলী। সবমিলিয়ে আগের আসরের ১০ জন খেলোয়াড়কে এবারও রেখে দিয়েছে আফগানিস্তান। এর মধ্যে আছেন- সেদিকুল্লাহ আতাল, এএম গাজানফার, বিলাল সামি, জুবাইদ আকবরী, মোহাম্মদ ইসহাক, কাইস আহমেদ এবং নাঙ্গিয়াল খারোতি।

সম্প্রতি টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই অংশ নেওয়া ফাস্ট বোলার আবদুল্লাহ আহমেদজাইকে রাইজিং স্টারস এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

টুর্নামেন্টে পুল ‘বি’তে আছে আফগানিস্তান। এই পুলের অন্য দলগুলো হলো- শ্রীলঙ্কা এ, বাংলাদেশ এ এবং চীনা হংকং। যেখানে গ্রুপ ‘বি’তে রয়েছে ভারত, ওমান, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। আফগান দলের অভিযান ১৫ নভেম্বর শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে শুরু হবে, এরপর ১৭ নভেম্বর বাংলাদেশ এ দলের বিপক্ষে এবং ১৯ নভেম্বর চীনের হংকংয়ের বিপক্ষে।

আফগানিস্তানের স্কোয়াড: দরবেশ রাসুলি (অধিনায়ক), সেদিকুল্লাহ আতাল (সহ-অধিনায়ক), নূর রহমান (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), জুবায়েদ আকবরী, ইমরান মীর, রহমানুল্লাহ জাদরান, ইজাজ আহমদ আহমদজাই, নাঙ্গিয়াল খারোতি, ফরমানুল্লাহ সাফি, কায়েস আহমদ, এএম গজানফার, বিলাল সামি, আবদুল্লাহ আহমদজাই এবং ফরিদুন দাউদজাই।

রিজার্ভ: ওয়াফিউল্লাহ তারাখিল, সিদ্দিকুল্লাহ পাচা, ইয়ামা আরব।

এদিকে, রাইজিং স্টার্স এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ভেলালাগে। এই দলে লেগ-স্পিনার বিজয়কান্ত বিয়াসকান্ত ও সাহান আরাচ্চিগে, অলরাউন্ডার মিলান রথনায়েকে ও রমেশ মেন্ডিস, টপ-অর্ডার ব্যাটসম্যান নুওয়ানিদু ফার্নান্দো ও নিশান মাদুষ্কা এবং পেসার প্রমোদ মাদুষানের মতো ক্রিকেটাররা আছেন।

শ্রীলঙ্কা দলে ডাক পাওয়া ২০ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার ভিশেন হালামবাগেকেও দলে রাখা হয়েছে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলেছিলেন রমেশ মেন্ডিস।

শ্রীলঙ্কা স্কোয়াড: ডুনিথ ভেলালাগে (অধিনায়ক), ভিশেন হালাম্বাগে, নিশান মাদুশকা (উইকেটরক্ষক), নুওয়ানিদু ফার্নান্দো, লাসিথ ক্রুসপুলে, রমেশ মেন্ডিস, কাবিন্দু ডি লিভেরা, সাহান আরাচিগে, আহান বিক্রমাসিঙ্গে, গার্মাসিং, গার্মাসিং, আই. উইজেসুন্দরা, মিলন রথনায়েকে, ভি ভিয়াসকান্ত ও ট্রাভিন ম্যাথিউ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com