শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

আকবরের ১১ বলের ফিফটিতেও প্লেট ফাইনাল হারল বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার

মাত্র ১১ বলেই ফিফটি হাঁকালেন অধিনায়ক আকবর আলী। তাতে নির্ধারিত ৬ ওভারে ১২০ রানের বড় পুঁজি গড়ে বাংলাদেশ। তবে জয়ের জন্য এই রানও যথেষ্ট হলো না। প্লেট পর্বের ফাইনালে এই রান করেও হংকংয়ের কাছে ১ উইকেটে হারল লাল-সবুজ জার্সিধারীরা।

সিক্স–এ–সাইড টুর্নামেন্ট হংকং সিক্সেসে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দলের মধ্যকার স্থান নির্ধারণী হলো প্লেট পর্ব। এই পর্বে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে শেষ মুহূর্তে হতাশ হতে হলো আকবর আলীর দলকে।

বাংলাদেশের দেওয়া ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা হংকংয়ের শেষ ৩ বলে দরকার ছিল ১৭ রান। আকবরের শেষ তিনটি বলেই ছক্কা মেরে দিলেন আইজাজ খান। একই ওভারে আইজাজ ছক্কা মেরেছেন প্রথম দুই বলেও। এর মধ্যেই দিয়েছেন দুটি ওয়াইড। সব মিলিয়ে ম্যাচের শেষ ওভারে ৫ ছক্কাসহ ৩২ রান হজম করে ম্যাচটা হেরে গেল বাংলাদেশ।

অবশ্য ব্যাট হাতেও এই আকবরই দেখিয়েছেন দাপট। হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টসে হারা বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেটে তোলে ১২০ রান। অধিনায়ক আকবর ১৩ বলে উপহার দেন ৫১ রানের ঝোড়ো ইনিংস। ৭ ছক্কা ও ১ চারের ইনিসংটি শেষ হয় রানআউটে। অন্যদের মধ্যে আবু হায়দার ৮ বলে ৪ ছক্কা ও ১ চারে ২৮, জিশান আলম ৭ বলে ৩ ছক্কা ও ২ চারে ২৭ রান করেন।

১২ দলের টুর্নামেন্টে আজ মোট তিনটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বের খেলায় তৃতীয় হওয়া চার দল খেলেছে বোল পর্বে। আরব আমিরাত, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে হওয়া এই পর্বে বোল ফাইনাল জিতেছে শ্রীলঙ্কা, রানার্সআপ সংযুক্ত আরব আমিরাত। আর প্লেট পর্বে হংকং ও কাপ পর্বে কুয়েতকে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com