করোনাকালে নিজের বাগদানের খবর চাউর করলেন নুসরাত ফারিয়া। আজ সোমবার বিকেলে ফেসবুকে এক স্ট্যাটাসে এমন ঘোষণা দেন তিনি।
ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘আলহামদুল্লিাহ, আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ সাত বছরের সম্পর্ক পূর্ণতা পেল গত মার্চ মাসে। এ জন্য আমি পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ। এখন আমরা একসঙ্গে আছি।’ তবে কার সঙ্গে বাগদান হয়েছে, তা ওই স্ট্যাটাসে উল্লেখ করেননি নুসরাত ফারিয়া।
এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘বিনোদন জগতের বাইরে একজনের সঙ্গে সাত বছরের প্রেম। প্রেম করেই বিয়ে করতে চেয়েছিলাম, তাই আংটি বদল করে ফেললাম। পারিবারিকভাবে বড় আকারে আয়োজনটা করতে চাই। তখনই সবাইকে জানাব।’
কার সঙ্গে বাগদান হয়েছে, এটা নুসরাত ফারিয়া প্রকাশ করতে চাননি। তবে নুসরাতের সঙ্গে বাগদানের খবর জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন রনি রিয়াদ রশীদ। ফারিয়ার পোস্ট করা ছবিটি তিনিও পোস্ট করেছেন। টেলিকমিউনিকেশনের শীর্ষ কর্মকর্তা রনি রিয়াদ রশীদ। তার বাবা সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশীদ।
প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন ঢাকাই মডেল-উপস্থাপক নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।