শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

ইউক্রেনকে ১০০ রাফাল যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৯ বার

রাশিয়ার প্রাণঘাতী হামলা ঠেকাতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে ইউক্রেনকে ১০০টি রাফাল এফ-৪ যুদ্ধবিমান ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স। প্যারিসের কাছের একটি বিমানঘাঁটিতে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

দুই দেশের মধ্যকার এ বড় সামরিক চুক্তিকে “ঐতিহাসিক” বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার হামলা মোকাবিলায় এটি ইউক্রেনের জন্য নতুন শক্তি যোগ করবে।’

ম্যাক্রোঁর সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এটি একটি কৌশলগত চুক্তি, যা আগামী বছর থেকে শুরু করে ১০ বছর কার্যকর থাকবে।’

তিনি আরও জানান, ইউক্রেন খুব শক্তিশালী ফরাসি রাডার, আটটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য উন্নত অস্ত্রও পাবে।

জেলেনস্কি জোর দিয়ে বলেন, ‘এমন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করার অর্থ হলো কারও জীবন রক্ষা করা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী রাফাল এফ-৪ যুদ্ধবিমানগুলো ২০৩৫ সালের মধ্যে সরবরাহ সম্পন্ন হবে। পাশাপাশি এ বছর থেকেই দুই দেশ একসঙ্গে বাধাদানকারী (ইন্টারসেপ্টর) ড্রোন উৎপাদন শুরু করবে।

যদিও চুক্তির আর্থিক কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। তবে ফরাসি গণমাধ্যমের তথ্যমতে, ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের তহবিল থেকে অর্থায়ন আনার চেষ্টা করবে এবং রাশিয়ার হিমায়িত সম্পদ ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, বিষয়টি নিয়ে ২৭ সদস্যের ইইউ জোটে মতপার্থক্য দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com