বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

মামদানির সঙ্গে বৈঠকের পর যা বললেন ট্রাম্প

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউজে বৈঠক করেছেন। কোনো ধরনের উত্তেজনা ছাড়াই বৈঠকটি সম্পন্ন হয়েছে।

এর আগে ট্রাম্প মামদানিকে শতভাগ কমিউনিস্ট লুনাটিক বলে আক্রমণ করলেও এবার বৈঠকে দেখা গেছে একদম ভিন্ন চিত্র।

ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে এতটা মিল থাকবে ভাবিনি। তিনি মামদানিকে মিস্টার মেয়র বলে সম্বোধন করেন এবং নিউইয়র্কের মেয়র হিসেবে তার সফলতা কামনা করেন।

উল্লেখ্য, ওভাল অফিসে ট্রাম্প–মামদানি বৈঠকের সরাসরি সম্প্রচার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে।

ট্রাম্প ও মামদানি জানান, ব্যক্তিগত বৈঠকে তারা জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও সাশ্রয়ী জীবনযাপনের মতো বাস্তব ইস্যুতে কথা বলেছেন।

ট্রাম্প বলেন, ‘তার কিছু ধারণা আমার ধারণার সঙ্গে মিলে যায়।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, তার কিছু সমর্থকও মামদানিকে ভোট দিয়েছেন।

রিয়েল এস্টেট ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ হওয়া ট্রাম্প নিউইয়র্কে আরও বেশি আবাসন নির্মাণের জন্য মামদানির আহ্বানকে বিশেষভাবে স্বাগত জানান ট্রাম্প।

তবে এ বৈঠকে দুইজনই অভিবাসন নীতি এবং গাজা যুদ্ধের মতো প্রধান মতবিরোধগুলো এড়িয়ে গেছেন বলে জানা গেছে।

জানা যায়, সম্প্রতি জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রজুড়ে ভোটারদের সবচেয়ে বড় উদ্বেগ বর্তমান সময়ের জীবনযাত্রার ব্যয়। তাই এ বৈঠকে তারা শুধু আর্থিক ইস্যুতে মন দেন, যা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্যও লাভজনক হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com