শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

স্কুলে হামলা চালিয়ে ২২৭ শিক্ষক-শিক্ষার্থীকে অপহরণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৪ বার

নাইজেরিয়ার নাইজার রাজ্যে আবারও ভয়াবহ গণ-অপহরণের ঘটনা ঘটেছে। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো স্কুলে হামলা চালিয়ে অন্তত ২২৭ শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়েছে। এর আগে একই সপ্তাহে আলাদা ঘটনায় ২৫ ছাত্রীকে অপহরণ করা হয়েছিল।

শনিবার (২২ নভেম্বর) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া জানিয়েছে, পাপিরি কমিউনিটির স্টে. মেরিজ নামের ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে ২১৫ শিক্ষার্থী ও ১২ শিক্ষককে তুলে নিয়ে যায় সশস্ত্র হামলাকারীরা। সংগঠনের নাইজার রাজ্য শাখার মুখপাত্র ড্যানিয়েল আতোরি বলেন, তিনি স্কুলে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন এবং অপহৃতদের নিরাপদ প্রত্যাবর্তনে তারা কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে এ হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ৫০টির বেশি ভবনসমৃদ্ধ একটি প্রাইমারি স্কুলও রয়েছে।

স্থানীয় বাসিন্দা দাউদা চেকুলা বলেন, তার ৭ থেকে ১০ বছর বয়সী চার নাতি-নাতনিও অপহৃতদের মধ্যে রয়েছে। কিছু শিশু পাশের বাড়িতে লুকিয়ে পালাতে সক্ষম হয়েছে। এ ছাড়া বাকিদের গভীর জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।

নাইজার রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, এলাকায় হামলার আশঙ্কা নিয়ে আগেই গোয়েন্দা তথ্য ছিল। তবু অনুমতি ছাড়াই স্কুল খুলে দেওয়া হয়েছিল, যা ‘এড়ানো সম্ভব’ ঝুঁকি তৈরি করেছে। স্থানীয়রা জানিয়েছে, হামলার সময় শুধু কমিউনিটি স্বেচ্ছাসেবীরা পাহারায় ছিল।

কনটাগোরা ক্যাথলিক ডায়োসিস জানায়, হামলার সময় একজন নিরাপত্তা কর্মী গুরুতরভাবে গুলিবিদ্ধ হন।

শুক্রবারের গণঅপহরণের কয়েক দিন আগে কেব্বি রাজ্যের একটি স্কুল থেকে ২৫ ছাত্রীকে অপহরণ করা হয়। এর মধ্যে একজন পালাতে সক্ষম হয়েছে। একই সপ্তাহে কওয়ারা রাজ্যে একটি চার্চে হামলা চালিয়ে দুই উপাসককে হত্যা ও ৩৮ জনকে অপহরণ করে হামলাকারীরা। চার্চ কর্তৃপক্ষ জানায়, অপহৃতদের প্রত্যেকের জন্য ১০ কোটি নাইরা (প্রায় ৬৯ হাজার ডলার) মুক্তিপণ দাবি করা হয়েছে।

পরিস্থিতির কারণে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দক্ষিণ আফ্রিকায় জি–২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। তার স্থলে দেশটির ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমা অংশ নেবেন। শেত্তিমা বলেন, সরকার অপহৃত ছাত্রীদের ফিরিয়ে আনতে ‘রাষ্ট্রের সব ধরনের শক্তি’ ব্যবহার করবে।

ডেইলি সাবাহ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ২০১৪ সালে বোকো হারামের হাতে চিবক স্কুলছাত্রী অপহরণের পর থেকে নাইজেরিয়ার বিভিন্ন রাজ্যে ১,৫০০–এর বেশি শিক্ষার্থী অপহৃত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com