

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা চূড়ান্ত করার আলোচনায় বিশাল অগ্রগতি হয়েছে।’
তবে এখনো কিছু কাজ বাকি আছে বলে জানান রুবিও।
সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় আলোচকদের সঙ্গে সাক্ষাতের পর তিনি এ কথা জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল আমাদের কথা শুনছে-এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’
ফাঁস হওয়া প্রস্তাবগুলো রাশিয়ার পক্ষে বলে মনে হওয়ায় ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা উদ্বেগ প্রকাশ করেছে। ভ্লাদিমির পুতিন এ প্রস্তাবগুলোকে সমাধানের “ভিত্তি” হিসেবে স্বাগত জানিয়েছেন।
তবে জেলেনস্কি আগে বলেছিলেন, ‘ইউক্রেনকে হয়তো খুব কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। এর মধ্যে রয়েছে- সম্মান হারানো অথবা একটি গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নেওয়া।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুবিও বলেন, ‘জেনেভায় আলোচনাকারী দলগুলির খুব ভালো দিন কেটেছে।’
তিনি বলেন, ‘২৮ দফার মার্কিন পরিকল্পনায় যা কিছু অমীমাংসিত বিষয় ছিল, সেগুলোকে সংকুচিত করাই ছিল মূল লক্ষ্য। আর সংশ্লিষ্ট পক্ষগুলো তা উল্লেখযোগ্যভাবে করতে সক্ষম হয়েছে।’