

ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের আবাসিক ভবন এবং শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এপি’র প্রতিবেদন সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে এই হামলা চালায় রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে এবং ভিডিও ফুটেজে হামলার চিত্র দেখা গেছে।
কিয়েভের মেয়র ভিটালি কিচকো জানান, কেন্দ্রিয় পেচেরস্ক জেলা-এর একটি আবাসিক ভবন এবং কিয়েভের পূর্বাঞ্চলীয় ডনিপ্রোভস্কি জেলার আরেকটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ডনিপ্রোভস্কি জেলার নয়তলা ভবনের একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়েছে।
কিয়েভ সিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান টাইমর তকাচেঙ্কো জানান, হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন।
ইউক্রেনের শক্তি মন্ত্রণালয় জানিয়েছে, শক্তি অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে, তবে ক্ষতির ধরন বা পরিমাণের বিস্তারিত উল্লেখ করা হয়নি।
রাশিয়ার এই হামলার আগে রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় আলোচনা হয়। যুক্তরাষ্ট্র-রাশিয়া মধ্যস্থিত শান্তি পরিকল্পনা নিয়ে হয়েছে এ আলোচনা।
ইউক্রেনের পক্ষের প্রতিনিধি ওলেক্সান্দার বেভজ সোমবার এপি-কে জানান, আলোচনাগুলো “খুবই গঠনমূলক” ছিল এবং দুই পক্ষ বেশিরভাগ বিষয়ে আলোচনার সুযোগ পেয়েছে।