বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

যে ভেন্যুতে হবে রোনালদো-জর্জিনার বিয়ের অনুষ্ঠান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার

ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও বান্ধবী জর্জিনা রদ্রিগেজ আগামী গ্রীষ্মে সিআর সেভেনের নিজস্ব দ্বীপ মাদেইরায় খ্রিস্টান শাস্ত্রীয় অনুষ্ঠানে বিয়ে করবেন। এমন খবর জানিয়েছে জর্নাল দা মাদেইরা।

তারা ২০২৬ বিশ্বকাপের পর ফুনচালের ক্যাথিড্রালে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, আর রিসেপশন হবে শহরের একটি বিলাসবহুল হোটেলে। এই স্থানটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এটি সেই হাসপাতালে মাত্র দেড় মাইল দূরে যেখানে রোনালদো জন্মগ্রহণ করেছিলেন এবং তিন মাইল দূরে সেই ফুটবল দলের ঘাঁটি, যেখানে তিনি শৈশবে খেলেছেন-নাসিওনাল দা মাদেইরা।

রোনালদো-জর্জিনা যুগল ২০১৬ সালে রিয়াল মাদ্রিদে থাকা অবস্থায় একসাথে হন। আগস্টে তারা তাদের বিয়ের খবর প্রকাশ করেছিলেন, যা ছিল তাদের নয় বছরের সম্পর্কের পর।

৪০ বছর বয়সী রোনালদো সম্প্রতি পিয়ার্স মর্গানকে জানিয়েছিলেন যে তার প্রস্তাবটি ছিল `অস্থায়ী প্রস্তাব এবং খুব রোমান্টিক নয়‘, যদিও দেড় মিলিয়ন পাউন্ডের মূল্যের আংটি ছিল প্রস্তাবের অংশ।

তিনি বলেন, `মাঝরাত ১টা, আমার কন্যারা ঘুমাচ্ছিল। একজন বন্ধু আমাকে আংটি দিলেন জর্জিনাকে দেওয়ার জন্য। আমি যখন আংটি ধরালাম, তখন আমার দুই সন্তান এসে বলল-‘ড্যাডি, তুমি মাকে আংটি দাও এবং বিয়ের প্রস্তাব দাও। আমি ভাবলাম, ‘হ্যাঁ বলার সঠিক মুহূর্ত এটি।’ আমি জানতাম একদিন করব, কিন্তু তখন পরিকল্পনা করা ছিল না। বন্ধুদের ভিডিও করার কারণে এবং কন্যাদের কথায়, এটি ঠিক মুহূর্ত ছিল।‘

রোনালদো উল্লেখ করেছেন, তিনি খুব রোমান্টিক ব্যক্তি নন, তবে তার নিজের ভঙ্গিতে রোমান্টিক।

রোনালদোর পাঁচ সন্তান আছে-জর্জিনার সঙ্গে আলানা মার্তিন ও বেলা এসমেরাল্দা। আগে জন্ম নেওয়া ক্রিস্টিয়ানো জুনিয়র এবং ২০১৭ সালে দুটি সন্তান এভা ও মাতেও সারোগেসির মাধ্যমে। ২০২২ সালে তাদের নবজাতক ছেলে অ্যাঞ্জেল-এর দুঃখজনক মৃত্যু হয়।

রোনালদো বলেন, `আমরা সবসময় একে অপরকে সমর্থন করি। ভালো সময়ও আসে, খারাপ সময়ও আসে, সেটাই জীবনের অংশ। সবচেয়ে খারাপ সময়েও একে অপরের সাথে থাকতে হয় এবং পরিস্থিতি মসৃণ রাখতে হয়। আমি অনেক কিছু শিখেছি। আমার কন্যা এখন তিন বছরের, পরিবারের রাণী, যিনি ঘর আনন্দিত করে। সবকিছু কারণবশত ঘটে। আমরা একটি আশীর্বাদপ্রাপ্ত পরিবার।‘

রোনালদো জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা হবে গোপন এবং ব্যক্তিগত, যেহেতু জর্জিনা বড় আড্ডা পছন্দ করেন না। তিনি আংটির চেয়ে গুরুত্বপূর্ণ বলে দেখেছেন তার সততা এবং ভালোবাসা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com