শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

খালেদা জিয়া বলেছিলেন, ‘তোমাকে অনেক দূর যেতে হবে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার

পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে উপজেলা ইসলামী ছাত্রশিবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (২৬ অক্টোবর) বেলা ৩টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে বাউফল উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক অধ্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার দেশের প্রতি অবদান অনন্য।’

তিনি আরও বলেন, ‘আমি যখন বাউফলের ছাত্র ছিলাম, তখন এখান থেকে বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়, বিভাগীয় পর্যায় উত্তীর্ণ হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত থেকে স্বর্ণপদক নেওয়ার সুযোগ হয়েছিল। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি কোথা থেকে এসেছ?’ আমি বলেছিলাম বাউফল থেকে এসেছি। তখন তিনি বলেছিলেন, তুমি অনেক দূর থেকে এসেছ, তোমাকে অনেক দূর যেতে হবে। এটি ছিল আমার জন্য বড় অনুপ্রেরণা।’

ড. মাসুদ বলেন, ‘আমি যখন সর্বদলীয় ছাত্র ঐক্যের কোনো প্রোগ্রাম বা আন্দোলনে বক্তব্য দিতাম এবং সেখানে খালেদা জিয়া উপস্থিত থাকতেন, তখন তিনি আমাকে সিলিপ দিতে নিষেধ করতেন। বলতেন ‘ওর যতটুকু সময় লাগবে, ওকে কথা বলতে দাও। ওর কথা শেষ হলে লোক চলে যাবে। এটাই তার উদারতা, তার বৃহৎ মন।’

তিনি আরও বলেন, ‘আমি তখন ভিন্ন একটি রাজনৈতিক দলের ছাত্রশিবিরের সভাপতি ছিলাম। তারপরও খালেদা জিয়ার এই বিরাট মানসিকতা দেশকে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছে। আমি মনে করি, এটি প্রত্যেক রাজনৈতিক দলের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com