

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা আইরিশরা হ্যারি টেক্টরের অপরাজিত অসাধারণ হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে আয়ারল্যান্ড। ৪.২ ওভারে দুই ওপেনার পল স্টালিং ও টিম টেক্টর মিলে ৪০ রান তোলেন। তানজিম হাসান সাকিব এই জুটি ভাঙেন। তিনি অধিনায়ক স্টালিংকে ২১ রানে ফেরান। এরপর রিশাদ হোসেন আউট করে ৩২ রানে থাকা টিম টেক্টরকে।
এরপর দলের হাল ধরেন হ্যারি টেক্টর। তিনি শেষ পযন্ত ব্যাটিং করে দলের স্কোর সম্মানজনক জায়গায় নিয়ে যান। তিনি ৪৫ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া লোরকান টাকার ১৮ ও কার্টিস ক্যাম্ফার ২৪ রান করেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে তানজিম ২টি ও শরীফুল এবং রিশাদ একটি করে উইকেট পান।
আজ বাংলাদেশ একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।
আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।