হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিতের আবেদন।
সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের ওপর শুনানি হওয়ার কথা। বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম গত ৩ ডিসেম্বর রিটটি দায়ের করেন।
রিটে নির্বাহী বিভাগ থেকে নিযুক্ত নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ অবৈধ ঘোষণার পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব জনবলে ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিতেরও আর্জি জানানো হয়েছে।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম তার রিটে বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও দীর্ঘদিন যাবৎ নির্বাহী বিভাগ থেকে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হচ্ছে, যা সংবিধানবিরোধী। তিনি দাবি করেন, বর্তমান নির্বাহী বিভাগ আস্থা ও গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও জানান, ইতোমধ্যে সরকার ও নির্বাচন কমিশন জেলা প্রশাসকদের সঙ্গে নির্বাচনি আলোচনায় বসেছে। এতে নির্বাহী বিভাগের হাতেই আবারও নির্বাচন পরিচালনার ইঙ্গিত মিলছে, যা নির্বাচনকে প্রভাবিতের শঙ্কা তৈরি করে। তার মতে, নির্বাহী বিভাগের এ ধরনের সম্পৃক্ততা বাদ না দিলে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়।
এ জাতীয় আরো খবর..