

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিন বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে তার জবানবন্দি গ্রহণ করা হচ্ছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে সকাল ১০টার পর ট্রাইব্যুনালে আসেন তিনি।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে ২১তম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছেন, হাসনাতের জবানবন্দির পর সাক্ষ্য দেবেন তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির পর মামলার সাক্ষ্যগ্রহণ অধ্যায় শেষ হবে।
এ মামলায় ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ছয়জন।আজ সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
গত ২৭ নভেম্বর টানা ১৮তম দিনের মতো ২১ নম্বর সাক্ষীর জেরা শেষ হয়। এরপরই নতুন দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল আবু সাঈদের মৃত্যু। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার একটি ভিডিও সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করে।