বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা, নিরাপত্তা জোরদার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের টিএফআই-জেআইসি সেলে গুম ও নির্যাতনের পৃথক তিন মামলায় গ্রেপ্তার হওয়া ১৫ জন সেনা কর্মকর্তাকে আজ রবিবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদের বিরুদ্ধে জেআইসি ও টিএফআই সেলে গুম ও নির্যাতন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় অভিযোগ আনা হয়েছে। হাজিরকালে সবুজ রঙের, শীতাতপ নিয়ন্ত্রিত বাংলাদেশ জেল-প্রিজন ভ্যান ব্যবহার করা হয়।

ট্রাইব্যুনাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি জোরদার করেছে। হাইকোর্টের মূল ফটক ও ট্রাইব্যুনাল ভবনের চারপাশে পুলিশের পাশাপাশি সেনা, বিজিবি ও র‌্যাব মোতায়েন রয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোশাকে উপস্থিত ছিলেন।

জেআইসি সেলে গুম-নির্যাতনের ঘটনায় পাঁচটি অভিযোগ আনা হয়। এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনাল-১ আজ আদেশ দেবেন। গ্রেপ্তারকৃত তিন সেনা কর্মকর্তা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাকিরা পলাতক রয়েছেন।

এছাড়া, র‌্যাবের টিএফআই সেলে গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। গত ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু করেন এবং আসামিদের বিরুদ্ধে গুমের ভয়াবহ ঘটনাগুলো তুলে ধরেন।

মানবতাবিরোধী অপরাধের আরও একটি মামলায় সাব-জেলে থাকা ১০ সেনা কর্মকর্তা আজ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। তারা হলেন- র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র‌্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

জুলাই মাসের গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জন হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আরও একটি মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও চারজনের বিরুদ্ধে আজ শুনানি অনুষ্ঠিত হবে। চিফ প্রসিকিউটর গত ৬ ডিসেম্বর ফরমাল চার্জের বিষয়ে শুনানি শেষ করেছেন। রেদোয়ানুল ইসলাম ও অন্য আসামি মেজর মো. রাফাত বিন আলমের আইনজীবীরা স্টেট ডিফেন্সের সঙ্গে শুনানি করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com