সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ব্যালন ডি’অর জয়ের পর ফিফা বর্ষসেরাও দেম্বেলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার

ফিফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ফ্রান্সের ফরোয়ার্ড উসমান দেম্বেলে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন। লামিনে ইয়ামাল ও রাফিনিয়াদের পেছনে ফেলে প্রথমবার এই পুরস্কার জিতলেন এই তারকা। মঙ্গলবার কাতারের দোহায় আয়োজিত এই অনুষ্ঠানে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বনমাতি টানা তৃতীয়বারের মতো ফিফা বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন।

পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ে দেম্বেলে ছিলেন অন্যতম প্রধান নায়ক। ইন্টার মিলানকে ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড, যার মধ্যে লিগ ওয়ানে তার গোল সংখ্যা ছিল ২১—এতে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হন। সেপ্টেম্বরে চলতি বছরের ব্যালন ডি’অরও জেতেন দেম্বেলে। এছাড়া পিএসজির ঘরোয়া সব শিরোপা জয়ে এবং ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার পথেও তিনি ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ।

নারী ফুটবলে আইতানা বনমাতি এ বছরও নিজের আধিপত্য বজায় রেখেছেন। চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি টানা তৃতীয়বারের মতো নারী ব্যালন ডি’অর জিতেছেন। তার নেতৃত্বে বার্সেলোনা ঘরোয়া ট্রেবল জেতে এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছায়। আন্তর্জাতিক পর্যায়ে বনমাতি স্পেনকে ইউরো ২০২৫-এর ফাইনালে তুললেও টাইব্রেকারে ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয় দলটি। তবে পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

ইংল্যান্ডকে টানা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানোর কৃতিত্বে সারিনা উইগম্যান পঞ্চমবারের মতো সেরা নারী কোচ নির্বাচিত হয়েছেন। পুরুষদের বিভাগে পিএসজিকে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দেওয়ায় সেরা পুরুষ কোচ নির্বাচিত হন লুইস এনরিকে।

সেরা নারী গোলরক্ষক হয়েছেন ইংল্যান্ড ও চেলসির হান্না হ্যাম্পটন। ইউরো ২০২৫ জয়ে তার পেনাল্টি শুটআউট সেভগুলো ছিল গুরুত্বপূর্ণ, পাশাপাশি ক্লাব পর্যায়ে তিনি ঘরোয়া ট্রেবলও জেতেন।

সেরা পুরুষ গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা, যিনি বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলেন এবং পিএসজির ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখেন।

নারী ফুটবলে সেরা গোলের জন্য ফিফা মার্তা অ্যাওয়ার্ড জিতেছেন মেক্সিকোর লিজবেথ ওভালে। মার্চে গুয়াদালাহারার বিপক্ষে টাইগ্রেসের হয়ে করা তার দুর্দান্ত স্করপিয়ন কিক গোলটি সেরা হিসেবে নির্বাচিত হয়।

পুরুষদের সেরা গোলের জন্য পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন সান্তিয়াগো মন্তিয়েল। মে মাসে আর্জেন্টাইন প্রিমেরা লিগে ইন্দিপেন্ডিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে ইন্ডিপেন্দিয়েন্তের হয়ে করা তার ওভারহেড কিক গোলটি এই সম্মান পায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com