

লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই অভ্যুত্থানের ঝান্ডাধারী সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে দাফন করা হয়।
দাফন ঘিরে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের প্রবেশে দেওয়া হয় নিষেধাজ্ঞা। মোতায়েন করা হয় শতাধিক পুলিশ, বিজিবি ও র্যাব। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রাখতে দেখা যায়।