আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণ অধিকার পরিষদ দুইটি আসনে সমঝোতায় পৌঁছেছে।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সমঝোতা অনুযায়ী, পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-ঝিনাইদহ সদর) আসনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তারা নিজ দলের প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচন করবেন।
এদিকে মাত্র দুইটি আসনে ছাড় দেওয়ায় গণ অধিকার পরিষদের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে। দলটির কিছু নেতাকর্মী আরও বেশি আসনে সমঝোতা প্রত্যাশা করেছিলেন। সমঝোতার বাইরে অন্যান্য আসনগুলোতে গণ অধিকার পরিষদ নিজস্ব প্রতীকেই প্রার্থী দেবে বলে জানা গেছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার বিএনপির সঙ্গে আমাদের সভা হয়। আমরা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলাম। সভায় বিএনপির পক্ষ থেকে দুটি আসনে প্রাথমিক সমঝোতার কথা বলা হয়েছে।
তিনি আরও জানান, বিএনপির সঙ্গে সমঝোতার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আজ সোমবার আমাদের দলের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..