

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ফাইল অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (২৮ ডিসেম্বর) ফাইল কমিশনে উত্থাপন করা হলে কমিশনাররা এতে সই করেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এ ছাড়াও ইসির জনসংযোগ কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের একটি কক্ষে গিয়ে ছবি তোলা হয় তাদের। সেইসঙ্গে ১০ আঙ্গুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) ও স্বাক্ষর করার কাজও করেন বাবা-মেয়ে।