সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজও তার কবরে যাচ্ছেন দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
আজ শনিবার সকাল থেকেই নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সদ্য প্রয়াত নেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে যান।
এদিন সকালে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে যান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া আরও শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। আজও বেগম জিয়ার কবরে প্রচণ্ড ভিড় দেখা গেছে।
এ জাতীয় আরো খবর..