বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর শোকে স্তব্ধ গোটা ভারত। এম এস ধোনি অভিনেতার মৃত্যুর খবরে যেন বি টাউন তারকারা ভেঙে পড়েন, তেমনি তার গ্রামের বাড়িতে জড়ো হতে শুরু করেন অগণিত ভক্ত।
সুশান্তের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন তার বাবা কে কে সিং। টিভি দেখেই ছেলের মৃত্যুর খবর পান তিনি। সুশান্তের মৃত্যুর খবর পেয়ে যখন তার পূর্ণিয়ার বাড়িতে অগণিত মানুষ জড়ো হতে শুরু করেন, সেই সময় প্রকাশ্যে আসে প্রয়াত অভিনেতার মামার বিস্ফোরক দাবি।
বলিউড অভিনেতার মামা দাবি করেন, ”সুশান্ত আত্মহত্যা করেনি। ওকে মেরে ফেলা হয়েছে।” শুধু তাই নয়, সুশান্তের মৃত্যুতে সিবিআই তদন্ত করা হোক বলেও প্রয়াত অভিনেতার মামা দাবি করেছেন।
রোববার মুম্বাইয়ের ব্যান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের পরিচারক পুলিশে খবর দেন। বলিউড অভিনেতার আত্মহত্যার খবর পেয়ে সেখানে পৌঁছয় মুম্বাই পুলিশের একটি দল। এরপর সুশান্তের লাশ নিয়ে যাওয়া হয় ব্যান্দ্রার একটি হাসপাতালে।
ময়নাতদন্তের পরই সুশান্তের মৃত্যুর পরবর্তী তদন্ত করা হবে বলেও পুলিশের তরফে জানানো হয়। তবে সুশান্ত অবসাদে ভুগছিলেন। চিকিৎসাও করাচ্ছিলেন অবসাদের। ফলে অবসাদের জেরেই সুশান্ত আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ।
যদিও পুলিশের দাবি কার্যত নস্যাত করে সুশান্তের মামা পালটা দাবি করেন, বলিউড অভিনেতাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। সেই কারণেই সিবিআই তদন্তের দাবি করেন সুশান্ত সিং রাজপুতের মামা। জিনিউজ