আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- করোনাভাইরাসের প্রকোপে নাজেহাল নিউজারসি রাজ্যটিতে গত কয়েক মাস বন্ধ রাখা হয়েছিল সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল সেক্টরের সব রকমের জনসমাগম। আর সেজন্য লকডাউনের কারণে রাজ্যটির মুসলমান জনগোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা ছিল মসজিদে সালাত আদায়ের।
নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই বেশ কয়েক সপ্তাহ ধরে বঞ্চিত ছিলেন জুমাসহ মসজিদে জামাতে সালাত আদায় করা থেকে। এমনকি গত মাসে পালিত হওয়া মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের নামাজও প্রায় সবাইকে পড়তে হয়েছে নিজ নিজ ঘরে। আর সেজন্যই প্রচুর উৎকন্ঠার মধ্যে সময় পার করছিলেন মুসলমান জনগোষ্ঠী, আবার কবে মসজিদের দরজা খুলে দেওয়া হবে, আর সবাই সংঘবদ্ধ হয়ে নামাজ আদায় করতে পারবেন সেই প্রত্যাশায়। অবশেষে রাজ্য সরকারের নির্দেশে সম্প্রতি সীমিত পরিসরে হলেও এই রাজ্যের উপাসনা স্হানগুলো খুলে দেওয়া হয়। তারই পরিপ্রক্ষিতে মুসলমানদের জন্য খুলে দেওয়া হয়েছে মসজিদ। এর ধারাবাহিকতায় কঠোর স্বাস্হ্য বিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে গত ১৪ জুন,রবিবার থেকে আটলান্টিক সিটির মসজিদ আল হেরা-য় জোহর নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের কার্যক্রম আবার শুরু হয়েছে। মসজিদ আল হেরার ইমাম ড: রুহুল আমিন এর ইমামতিতে মুসল্লীরা নামাজ আদায় করেন।নামাজে অংশগ্রহনকারী মুসলমানরা মসজিদে নামাজ পড়ার সুযোগ পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।মসজিদ আল হেরার ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান ওবায়দুললাহ চৌধুরী,সভাপতি মো:জসিমউদ্দিন,সাধারন সম্পাদক- সজিবুল মওলা, কোষাধ্যক্ষ- নজরুল ইসলাম সোহাগ সহ অন্যান্যরা জোহর নামাজ আদায় করেন। উল্লেখ্য,আটলান্টিক সিটির বাংলাদেশি আমেরিকানরা মসজিদ আল হেরা পরিচালনা করে থাকেন।