ঐতিহ্যবাহী মেরিলিবন ক্রিকেট ক্লাবে (এমসিসি) ২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্ল্যার কনর। ইংল্যান্ড নারী দলের সাবেক এই অধিনায়ক ২০২১ সালের ১ অক্টোবর মর্যাদাপূর্ণ এই পদে আসীন হবেন।
গতকাল বুধবার অনলাইনে অনুষ্ঠিত এমসিসির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩ বছর বয়সী কনর বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। আর এমসিসির বর্তমান প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হবেন কনর। যদিও শ্রীলঙ্কান গ্রেটকে দ্বিতীয় মেয়াদে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল।
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৪৩ বছর বয়সী কনর। সাবেক এই নারী ইংলিশ ক্রিকেটার বলেন, ‘এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ায় আমি খুব সম্মানিত বোধ করছি। ক্রিকেট আগেই আমার জীবনকে সমৃদ্ধ করেছে আর এখন পেলাম দারুণ এই সম্মান।