হাসপাতালে আসা সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর অভিযোগ তদন্তসহ ৫ দফা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১শে জুলাইয়ের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক, এডভোকেট ইয়াদিয়া জামান, ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, এডভোকেট জামিউল হক ফয়সাল, ব্যারিস্টার এহসানুর রহমান। পরে এডভোকেট জামিউল হক ফয়সাল বলেন, আমরা হাসপাতালে আগত সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানো সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আদালতের কাছে দাখিল করেছি। আদালত এসব অভিযোগ তদন্তসহ ৫ দফা নির্দেশ দিয়েছেন।
নির্দেশনাগুলো হচ্ছে-
(১) বিনা চিকিৎসায় রোগী ফেরতের ঘটনায় দায়েরেকৃত রীটের অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১ জুলাইয়ে মধ্য প্রতিবেদন দাখিল
(২) ক্যান্সার সহ জটিল রোগের আক্রান্ত রোগীদের করোনানা উপসর্গ থাকলে ৩৬/৪৮ ঘন্টার মধ্যে টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখা
(৩) ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ
(৪) বেসরকারি হাসপাতালের ICU অস্বাভাবিক মূল্য আসলে দূর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করা
(৫) বিনাচিকিৎসার জন্য অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনলাইনে অভিযোগ গ্রহনের পদ্ধতি চালু।