শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

বাফি’র নির্বাহী পরিচালক হলেন বিজ্ঞানী জহিরুল হক ভূইয়াঁ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ২১৮ বার
বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন (বাফি) এর নির্বাহী পরিচাল হলেন জহিরুল হক ভূইয়াঁ  মুকুল। ৭ জুলাই বাফির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রে বাফি একটি সামাজিক সংগঠন। “হেল্পিং হিলিং এন্ড কেয়ারিং” এই স্লোগানেই মানুষের কল্যানে মানুষের পাশে দাঁড়ানোই বাফি’র মূল লক্ষ্য ও উদ্দেশ্য। কোরোনাকালীন মহামারীর এই সময়ে বাফির পক্ষ থেকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে খাদ্যসামগ্রী, মাস্ক, নগদ অর্থ সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। গত একযুগেরও বেশি সময় ধরে বাফি নীরবে নিভৃতে দেশে ও প্রবাসে সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এছাড়াও বাফি উত্তর আমেরিকার সর্ববৃহৎ সংগঠন ফোবানার অন্তর্ভুক্ত একটি রেজিস্টার্ড সংগঠন ও ভোটার।
উল্লেখ্য বাফার নুতুন নির্বাহী পরিচালক জহিরুল হক মুকুলের জন্ম বাংলাদেশে। তার পিতৃ নিবাস কিশোর গঞ্জ জেলার বাজিত পুর থানার বড় ঘাগটিয়া গ্রামে। জন্ম লগ্ন থেকেই বাবার চাকুরীর সুবাদে ঢাকার আগার গাঁও, মহাখালীতে তার বেড়ে উঠা। তার পিতা মোঃ ইনামুল হক ভূঁইয়া ছিলেন সরকারী চাকুরিজীবি আর মাতা মুছাঃ সাজেদা খাতুন সংসারিক কাজে নিয়োজিত ছিলেন।
তিনি  ১৯৮৪ সনে মহাখালী মডেল হাইস্কুল থেকে  মাধ্যমিক এবং ১৯৮৬ সনে  সরকারী তিতুমীর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষায় পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রাণ রসায়ন বিভাগ থেকে অনার্স  ১৯৯২ সনে  এবং  মাস্টার্স করেন ১৯৯৪ সনে। তার পর দুই  বৎসর  এ সি আই  এবং লিব্রা ফারমাসিউটিক্যাল  কম্পানীতে কাজ করেন। ১৯৯৬ সনে উচ্চ শিক্ষার্থে  তিনি যুক্তরাস্ট্রে  পাড়ি জমান ।  সেখানে তিনি নিউইয়র্ক  স্টেটের সিটি ইউনিভার্সিটি থেকে আবারও প্রান রসায়ণে মাস্টারস করে Wyeth pharmaceutical কোম্পানির ভেকসিন ডিপার্টমেন্টে scientist হিসাবে যোগদান করেন।
তারপর তিনি Amgen, Vertex, Endopharmaceutical, Alnylam pharmaceutical company গুলোতে scientist and Quality Assurance manager হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি  Adesis Inc, (A universal Dispaly Comoany) কোম্পানিতে Head of Quality Assurance হিসাবে দায়িত্ব পালন করছেন। পেশায় তিনি একজন বায়োটেক সাইন্টিস্ট । বর্তমানে তিনি স্ত্রী নিম্মী , দুই ছেলে ইনাম এবং এহসান কে নিয়ে আমেরিকার Pennsylvania , Glen Mills সিটিতে  বসবাস করছেন। কাজের ফাঁকে ফাঁকে পরিবেশ , বিশ্বের চলমান ঘটনা প্রবাহ এবং কাব্য নিয়ে লেখালেখি করেন। তার প্রকাশিত প্রথম কবিতার বই “ বিবাগী হৃদয়”। তিনি বর্তমানে ৩৫তম  ফোবানার ২০২১ DE/PA region এ সমন্বয়কের দায়িত্বে আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com