মুশফিকুর রহীমের উইকেট কিপিং নিয়ে কম কথা হয়নি। বিভিন্ন সময়ই কথা উঠেছে বিষয়টি নিয়ে। অনেকেই বলছেন, কিপিং ছাড়লে মুশফিক আরো বেশি ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারবেন। আবার বিভিন্ন কিপিংকে কিছু ভুলও ছিল চোখে লাগার মতো। যদিও এ ব্যাপারে বোর্ড কিংবা কোচিং স্টাফদের কোন চাপ ছিল না।
তবে অবশেষে মুশফিকুর রহীম নিজেই সিদ্ধান্ত নিয়েছে উইকেট কিপিং ছাড়ার। তবে সেটা শুধুমাত্র টেস্ট ফরম্যাটে। একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে মুশফিক বলেছেন, আপাতত টেস্টে কিপিং ছাড়ছেন তিনি। এ ব্যাপারে কোচের সাথেও আলোচনা হয়েছে। কোচ রাসেল ডোমিঙ্গো সম্মতি দিয়েছেন।
এবার জাতীয় লিগে কিপিং করেননি মুশফিক। তখনই ধারণা করা হয়েছিল, হয়তো এখন শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন। অবশেষে তাই সফল হতে যাচ্ছে। এ বিষয়ে মুশফিক বলেন, ‘আপাতত টেস্টে কিপিং করতে চাই না। এত এত খেলা এখন, সামনেও অনেক খেলা আছে। আমি তো সব ফরম্যাটে খেলি, সবকিছু খেলি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিপিএল, ডিপিএল খেলি। সবকিছু মিলিয়ে আমার মনে হয় একটু ওভারলোড হয়ে যাচ্ছে।
তিনি বলেন, লম্বা সময় ধরে পারফর্ম করে যেতে চাই আমি। সব সংস্করণে যখন খেলছি, একটু ভাবতেই হবে। গত ৫ বছরে আল্লাহর রহমতে আমি বড় কোনো চোটে পড়িনি। আবার বিশ্রামও সেভাবে পাইনি বা নেইনি। সবকিছু মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না হয় যে আমাকে একটি-দুটি সিরিজে বিশ্রাম নিতে হচ্ছে। সেটা না করে আমি যদি ওয়ার্কলোড একটু কমাতে পারি, সেটি কিপিং ছেড়েই সম্ভব। এটা আমার সিদ্ধান্ত। আমারই মনে হয়েছে।
মুশফিক বলেন, এটিই আমি কোচকে বলেছি। আমার ভাবনা উনার ভালো লেগেছে। বলেছেন যে, “মোস্ট ওয়েলকাম… তুমি এটি করতে পারো।”