মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

ভারতে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড, একদিনে আক্রান্ত সাড়ে ২৯ হাজার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২৫৪ বার

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। সর্বোচ্চ ২৯ হাজার ৪২৮ জন করোনায় আক্রান্ত নিয়ে দেশটিতে এই যাবৎকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৩৭ হাজার ৪৮৭ জনে। মঙ্গলবার ৫৫০ জন নিয়ে মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ২১৫। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

সংক্রমণ বৃদ্ধির ভয়াবহ হারে নতুন করে লকডাউন শুরু হচ্ছে বেশ কয়েকটি জায়গায়। পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বেড়েছে। নতুন করে লকডাউন শুরু হয়েছে বিহারে। বেঙ্গালুরুও হাঁটছে লকডাউনের পথে। আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়ানোয় চাপ বাড়ছে রাজস্থানে। গত চব্বিশ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রেই সংক্রমিত হয়েছেন ৬,৭৪১ জন।

করোনা সংক্রমণ ঠেকাতে কলকাতাসহ পশ্চিমবঙ্গ রাজ্যের পাঁচ শহরে কড়া লকডাউন শুরু হচ্ছে৷ কলকাতা ও তার লাগোয়া কন্টেইনমেন্ট জোন, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার ও রায়গঞ্জে সার্বিকভাবে লকডাউন শুরু হচ্ছে৷ এই নিয়ন্ত্রণবিধি কতদিন চলবে, তা এখনও বলা হয়নি৷

মঙ্গলবার পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দফতরের হিসাব বলছে, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৯০ জন৷ মৃত্যু হয়েছে আরও ২৪ জনের৷ রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩২ হাজার ৮৩৮৷ পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৯৮০৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com