রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

আবুধাবিতে আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই….!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৩৩৮ বার

দুঃসময় কিছুতেই কাটছে না নেইমারের৷ বছরের শুরু থেকেই ইনজুরি পিছু নিয়েছে এই মহাতারকার৷ মাঠে ফিরে বারবারই পড়ছেন চোটে৷ এবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও নেই নেইমার৷ এই মহা তারকাকে ছাড়াই চির প্রতিদ্বন্‌দ্বীর বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল৷ আগামী মাসে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচের জন্য শুক্রবার দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে৷ সৌদি আরবে ১৫ নভেম্বর মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা৷ ১৯ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ লাতিন আমেরিকান জায়ান্টরা৷

এই দুই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে চমক হিসেবে এসেছেন অ্যাস্টন ভিলার ডগলাস লুইস ও রিয়াল মাদ্রিদে খেলা রদ্রিগো৷ প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তারা৷ একইসঙ্গে প্রথমবারের মতো এসেছেন গোলকিপার ডানিয়েল ফুজাতো ও রিয়াল বেটিস ডিফেন্ডার এমারসন৷

ব্রাজিল দলগোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ড্যানিয়েল ফুজাতো (রোমা) এডারসন (ম্যানচেস্টার সিটি)৷ ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ), মারকুইনহোস (প্যারিস সেইন্ট জার্মেই), থিয়াগো সিলভা (প্যারিস সেইন্ট জার্মেই)৷ মিডফিল্ডার: আর্থুর মেলো (বার্সেলোনা), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), লুকাস পাকুইতা (এসি মিলান), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), কৌতিনহো (বায়ার্ন মিউনিখ)৷ ফরোয়ার্ড: ডেভিড নেরেস (আয়াক্স), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও উইলিয়ান (চেলসি)৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com