সময়ের জনপ্রিয় তারকা জুটি অপূর্ব আর মেহজাবীন। প্রেমিক-প্রেমিকার রূপে এই তারকা জুটি অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। তবে এবার ভিন্ন রূপে দেখা যাবে তাদের। যেখানে প্রেম থাকলেও প্রেক্ষাপট বেশ আলাদা। অপূর্ব ও মেহজাবীনকে দেখা যাবে ‘চাপাবাজ’ চরিত্রে। নাটকের নাম ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’।
রাজীব আহমেদের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন রুবেল হাসান। নাটকে দুজনের কাজই হলো, সারাক্ষণ বানিয়ে বানিয়ে নিজেদের সম্পর্কে বাড়িয়ে বলা। নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই দুজনের অভিব্যক্তি থাকে উচ্চবিত্তের সন্তান হিসেবে।
অপূর্বর ভাষ্য, ‘এমন কাজ বা চরিত্রে সচরাচর অভিনয় করি না। বা করতে চাই না। কিন্তু এবার করলাম। কারণ আমাদের চারপাশটা গুমোট হয়ে আছে। আমরা হাসতে ভুলে যাচ্ছি। এই মহামারি কবে শেষ হবে, তাও আমরা জানি না। আমরা নিজেরাও প্রচণ্ড আতঙ্ক নিয়ে শুটিং করছি। সব মিলিয়ে আমি মনে করি, এটা অসম্ভব মজার একটি নাটক হলো।’
নির্মাতা রুবেল হাসান বলেন, ‘আমি সিরিয়াস গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি। তবে এবার আর সিরিয়াস আলাপে যাইনি। মনে হয়েছে এখন একটু হালকা হওয়া দরকার, প্রচুর হাসা দরকার। সেই ভাবনা থেকেই এই গল্পটি বেছে নেওয়া। যেখানে হাসির ভেতর দিয়ে দেখা যাবে আমাদের সমাজের বা মানসিকতার বাস্তব চিত্রটাও।’
নাটকের গল্প প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এখানে অপূর্ব ও মেহজাবীন দুজনই নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়ে। কিন্তু দুজনই এমনভাবে চলে এবং নিজেকে উপস্থাপন করেন- যাতে যে কেউ ধরে নেন তারা উচ্চবিত্ত পরিবারের সন্তান। মজার বিষয় ঘটলো, দুজনে যেদিন প্রথম মুখোমুখি হলেন। একে অপরের চাপাবাজিতে এতোই মুগ্ধ হলেন- দুজনেই প্রেমে পড়ে গেলেন! এরপর ক্রমশ তারা দুজন হাঁটতে থাকেন মিথ্যার বোঝা নিয়ে নির্মম বাস্তবতার দিকে।’
সিএমভি’র প্রযোজনায় নির্মিত ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ প্রচার হবে ঈদে দীপ্ত টিভিতে। একই সঙ্গে এটি উন্মুক্ত হবে প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।