রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

ধোনির রেকর্ড ভাঙলেন মরগ্যান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ১৯৬ বার

মঙ্গলবার সাউদাম্পটনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগ্যান। ৮৪ বলে ১৫টি চার ও চারটি ছক্কায় সাজানো ছিল ইংল্যান্ড অধিনায়ক মরগ্যানের ১০৪ রানের ইনিংস। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন এউইন মরগ্যান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে চারটি ছক্কা মেরে বর্তমানে তার ছয়ের সংখ্যা দাঁড়াল ২১২টি।

অধিনায়ক হিসেবে একদিনের ক্রিকেটে এর আগে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। তিনি ২১১টি ছক্কা মেরেছিলেন অধিনায়ক হিসেবে। মঙ্গলবার অধিনায়ক হিসেবে ২১২তম ছক্কা হাঁকিয়েছেন মরগ্যান। ধোনির চেয়ে অর্ধেকেরও কম ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। অধিনায়ক হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ২১১ ছক্কা হাঁকাতে ধোনির লেগেছিল ৩৩২ ম্যাচ, মরগ্যানের লাগল ১৬৩টি।

তবে ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ছক্কার হিসাব করলে এখনো এগিয়ে আছেন ধোনি। ভারতের সাবেক অধিনায়কের নামের পাশে ৩৫৯ ছক্কা। অন্যদিকে মরগ্যান তিন ফরম্যাট মিলিয়ে ছক্কা হাঁকিয়েছেন ৩২৮টি। অধিনায়ক হিসেবে ছক্কা হাঁকানোর তালিকায় তৃতীয় অবস্থানে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক দলকে নেতৃত্ব দেওয়া ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ১৭১টি। ১৭০ ছক্কায় পরের অবস্থানে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অবশ্য পরশু সাউদাম্পটনে আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচটি ৭ উইকেটে জিতেছে। ইংল্যান্ড সিরিজ নিশ্চিত করেছে ২-১ ব্যবধানে। স্টারলিং (১৪২) ও বলবিরিন (১১৩) সেঞ্চুরি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com