তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে দুর্দান্তভাবে সফরের সূচনা করলো সফরকারী ইংল্যান্ড। শনিবার হ্যাগলি ওভালে আগে ব্যাট করে কিউইদের দেয়া ১৫৪ রানের লক্ষ্য ১৮.৩ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। ম্যাচ জয়ে ৩৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জেমস ভিন্স।
এর আগে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন রস টেলর।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান।
ব্যাট করতে নেমে ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউইরা। ২ রান করে সাম কুরানের বলে বোল্ড হয়ে ফেরেন মর্টিন গাপটিল। দলীয় ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ২১ রানে ফেরেন আরেক ওপেনার কলিন মুনরো। বড় ইনিংস কেউ না খেলতে পারলেও মিডল অর্ডারের ছোট ছোট ইনিংসে- টিম শেফার্ট ৩২, কলিন ডি গ্র্যান্ডহাম ১৯, রস টেলর ৪৪ ও ড্যারিল মিচেলের ১৭ বলে ৩০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান করে নিউজিল্যান্ড।
ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস জরদান ২টি, সাম কুরান, আদিল রশিদ ও পাত্রিক ব্রাউন প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।
১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশদের শুরুটা হয় দারুণ। ৫.৪ ওভারে ওপেনিং জুটিতে আসে ৩৭ রান। ১৩ বলে ১১ রান করে মিচেল স্যান্টনারের শিকার হয়ে ফেরেন ওপেনার ডেভিড মালান। ৬৮ রানের মাথায় ২৮ বলে ৩৫ রান করে জনি বায়েরস্টো ফেরেন। স্যান্টনারের দ্বিতীয় শিকার হয়ে। এরপর জেমস ভিন্স ও ইয়ন মরগানের ব্যাটে ম্যাচ জয়ে বেশ বেগ পেতে হয়নি ইংলিশদের। ভিন্স খেলেন ৩৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস। ৭ চার ও দুই ছক্কায় ইনিংসটি সাজান তিনি। মরগানের ২১ বলে ৩৪ ও সাম বিলিংসের ১১ বলে ১৪ রানর ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেটই শিকার করেন মিচেল স্যান্টনার।