সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

প্রণব মুখার্জির মৃত্যুতে ভারতীয় কনসাল জেনারেল এর নিকট নিউইয়র্ক কনসাল জেনারেলের শোক প্রকাশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৫ বার

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা। প্রয়াত প্রণব মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আজ নিউইয়র্কস্থ ভারতীয় কনস্যুলেট জেনারেলে রক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন কনসাল জেনারেল।

এ সময় কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ভারতীয় কনস্যুলেট জেনারেল এর নবাগত কনসাল জেনারেল জনাব রনধীর জাসওল এর আমন্ত্রণে একটি সৌজন্য সাক্ষাতও করেন। বৈঠকে কনসাল জেনারেল প্রয়াত প্রণব মুখার্জির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন যে তিনি ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ১৯৭১ সালে প্রয়াত প্রণব মুখার্জির গুরুত্বপূর্ণ অবদানের কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি আরো বলেন যে প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বাংলাদেশে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

ভারতীয় কনস্যুলেট জেনারেলে শোক প্রকাশ করতে আসায় বাংলাদেশের কনসাল জেনারেলকে আন্তরিক ধন্যবাদ জানান ভারতীয় কনসাল জেনারেল। বৈঠকে কনসাল জেনারেল জনাব রনধীর জাসওল ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উভয়েই দু’দেশের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার জন্য একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠক শেষে কনসাল জেনারেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সম্পাদিত বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উপর ১৯৪৮ হতে ১৯৭১ সাল পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট বিষয়ক ‘Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman’ Volume – 1, 2, & 3Õ ভারতীয় কনসাল জেনারেলকে উপহার দেন। বইসমূহ পেয়ে ভারতীয় কনসাল জেনারেল অভিভূত হন এবং বলেন যে এই ঐতিহাসিক দলিলসমূহ তিনি সযত্নে সংরক্ষণ করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com