বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

৬০ বছর পর আবার বিয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৪ বার

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার স্টারলিং নামে এক গ্রামের বাসিন্দা মার্ভিন ও লুসিল স্টোন। ১৯৬০ সালে তারা বিয়ে করেছিলেন। এ সম্পর্কের ছয় দশক পূর্তিতে এই জুটি অভিনব কিছু করার পরিকল্পনা করেন। এর পর তারা তাদের সেই মধূর দিনটির পুনরাবৃত্তি ঘটাতে আবারও বিয়ে করেন চলতি বছর। সেই একই জায়গায়, একই

রকম বিয়ের পোশাকে।

এই জুটির নতুন করে বিয়ের আসরের ছবি পোস্ট হয়েছে গত ২১ আগস্ট ‘কেটি অট্রি ফোটোগ্রাফি’ নামে এক ফেসবুক পেজে। এর পরই সেগুলো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ৬০ বছর পূর্তি উদযাপনের এমন অভিনব পদ্ধতি কীভাবে মাথায় এলো জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে।

এ দম্পতি জানান, পরস্পরকে খুব ভালোবাসেন তারা। তাই চেয়েছিলেন ভালোবাসার প্রকাশটা এমনভাবে ঘটাতে, যাতে অন্যরাও সম্পৃক্ত হতে পারেন। এত বছরেও কী করে তাদের ভালোবাসা এমন তরতাজা রইল জানতে চাওয়া হলে বললেন, তাদের ভালোবাসার মূলে রয়েছে পাঁচটি মন্ত্র- কঠোর শ্রম, পরস্পরের প্রতি সহমর্মিতা, ভেবেচিন্তে কথা বলা, একজনের দুর্বলতাকে আর একজনের শক্তি দিয়ে অতিক্রমের মনোবৃত্তি এবং নিজের বিশ্বাসে অটল থাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com