নির্দিষ্ট কয়েক ধরনের ভিসার নবায়নের আবেদন গ্রহণ শুরু করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গতকাল থেকে এ আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। এদিন মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর, রবিবার থেকে নিম্নলিখিত নন ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটেগরি নবায়নের আবেদন গ্রহণ শুরু করছে : F, J, M, O, Q, C, and C1/D.।
লক্ষ্য করুন: আমরা শুধু একই প্রতিষ্ঠানে একই বিষয়ে পড়াশোনার উদ্দেশ্যে ভিসা নবায়নে আগ্রহী চলমান শিক্ষার্থীদের জন্যই সাক্ষাৎকার -অব্যাহতির আবেদন গ্রহণ করছি। শিক্ষা অব্যাহত রাখা F1 শিক্ষার্থীদের ২১ বছরের কম বয়সী সন্তান এবং F2 স্বামী/স্ত্রীর ভিসার আবেদনও গ্রহণ করা হচ্ছে।
তবে আমরা B1/B2 সহ অন্যান্য নন ইমিগ্র্যান্ট ভিসার সাক্ষাৎকার -অব্যাহতির আবেদন এখনো গ্রহণ করতে পারছিনা। এ বিষয়ে ঘোষণার জন্য অপেক্ষা করুন।
সাক্ষাৎকার -অব্যাহতির জন্য যোগ্যতার শর্তাবলী জানতে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট দেখুন: (https://bd.usembassy.gov/visas/nonimmigrant-visas/).
আরো জানতে আমাদের বিজ্ঞপ্তিগুলি দেখতে পারেন এই লিংকে: https://go.usa.gov/xG9jm