মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

মূলধারার বাংলাদেশি নেতৃবৃন্দের অংশগ্রহণে ভার্চুয়াল সভা ১৯ সেপ্টেম্বর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৪ বার

বাংলাদেশী আমেরিকানস ফর পলিটিক্যাল অ্যাকশন (বাপা)’র উদযোগে যুক্তরাষ্ট্রের মূলধারার বাংলাদেশি-আমেরিকান নেতৃবৃন্দের অংশগ্রহণে ভার্চুয়াল মুক্ত আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার।

অংশগ্রহণকারী নেতৃবৃন্দ হলেনঃ জর্জিয়া থেকে পুনঃ প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান স্টেট সিনেটর শেখ রহমান, মিশিগান ডিস্ট্রিক্ট-৪ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ড: মো: রাব্বি আলম, নিউইয়র্ক ডিস্ট্রিক্ট- ৩৭ থেকে সাবেক অংশগ্রহণকারী প্রার্থী মেরি জোবাইদা, নিউইয়র্ক ডিস্ট্রিক্ট- ৩৪ থেকে সাবেক অংশগ্রহণকারী প্রার্থী  জয় চৌধুরী এবং নিউইয়র্ক ডিস্ট্রিক্ট- ২৪ থেকে সাবেক অংশগ্রহণকারী প্রার্থী মৌমিতা আহমেদ।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি এন্থনী পিউস গোমেজ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ওইদিন সন্ধে ছয়টায় ( যুক্তরাষ্ট্রের ইস্টার্ন সময়) উক্ত ভার্চুয়াল সভাটি যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলাদেশিরা ঝুম মিটিং অপশনে প্রবেশ করে উপভোগ করতে পারবেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশী আমেরিকানস ফর পলিটিক্যাল অ্যাকশন (বাপা) একটি নবগঠিত প্লাটফর্ম, যার মূল উদ্দেশ্য হলো সারা আমেরিকাব্যাপী বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীর সামাজিক এবং রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা, সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের স্থানীয়, রাষ্ট্রীয় এবং জাতীয় পর্যায়ের মূলধারার রাজনৈতিক অঙ্গনে অংশগ্রহন ও ভূমিকা রাখার জন্য তরুণ প্রজন্মসহ সকল নেতৃবৃন্দকে অনুপ্রাণিত করা এবং মূলধারার রাজনৈতিক অঙ্গনে তাদের অংশগ্রহণ এবং নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে যথাসাধ্য সার্বিকভাবে সহযোগিতা প্রদান করা।“

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “আমাদের এই প্রয়াসের অন্যতম বিশেষ পদক্ষেপ হিসেবে আমরা এবার আয়োজন করেছি  আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্টের মূলধারার রাজনৈতিক অঙ্গনে আমাদের বাংলাদেশী-আমেরিকান রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আসন্ন নির্বাচন, মূলধারার রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বাংলাদেশী সমাজের ভোট প্রদানের গুরুত্ব, বাংলদেশী-আমেরিকানদের মূলধারার রাজনৈতিক প্রতিযোগিতায় বা প্রার্থীতায় সাহায্য করার জন্য বাপা’র ভূমিকা এবং আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মুক্ত আলোচনা।“

সভায় যোগদান করার জন্য ফ্রি রেজিস্ট্রেশন করে নিচের লিংকটি ক্লিক করলেই রেজিস্ট্রেশনের মাধ্যমে ভার্চ্যুয়াল সভার জুম মিটিং-এ যোগদান যাবে বলে প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উক্ত ভার্চুয়াল সভার ঝুম অপশনে সকলকে যোগদানের সাদর আহবান জানানো হয়। এছাড়া যেকোন তথ্যের জন্যে info@BAPANow.comএই ইমেইলে অথবা ওয়েব সাইটে https://bapanow.comhttps://www.facebook.com/BAPANow

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com