শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

আমার ফোন ট্যাপ করা হচ্ছে : মমতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৩১৭ বার

লোকসভা নির্বাচনের প্রচারে ফোন ট্যাপিং নিয়ে গুরুতর অভিযোগ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এই একই বিষয়ে সরব হলেন মমতা। এদিন অভিযোগ করলেন, তার ফোন ট্যাপ করা হচ্ছে।

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে যখন সারা দেশ ও দুনিয়াজুড়ে তুলকালাম কাণ্ড, সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনতর অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের।

গতকাল শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার ফোন ট্যাপ করা হচ্ছে। জানি এটা। আমার কাছে এর প্রমাণ রয়েছে।’

এরপরই মমতার অভিযোগ করে বলেন, ‘সরকার সব জানে। সরকারই করছে।’

প্রসঙ্গত, ভারতের বেশ কয়েকজন সাংবাদিক এবং মানবাধিকারকর্মীর ওপর নজরদারি চালাতে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করা হয়েছে বলে খবর সামনে এসেছে। ইতিমধ্যেই তা স্বীকারও করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। যা ঘিরে তোলপাড় চলছে।

গত লোকসভা নির্বাচনের প্রচারেও ফোন ট্যাপিংয়ের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির এক নির্বাচনী সভায় মমতা বলেন, ‘বাড়ির ভাই-বউদের সঙ্গে একটু কথা বলব যে, আজ এটা বাজার করিস, সেটা পর্যন্ত ট্যাপ করে। বাজার থেকে আলু-পটল কিনিস, এ কথাও ট্যাপ করে। সকলকে ট্যাপ করে ওরা। এজেন্সিকে দিয়ে ট্যাপ করায়।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com