বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

সব কৃতিত্ব সতীর্থদেরই দিলেন মাহমুদুল্লাহ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ২৫৭ বার
Bangladesh cricket team captain Mahmudullah, behind center, celebrates with his team member Mushfiqur Rahim after wining first T20 cricket match against India at the Arun Jaitley stadium, in New Delhi, India, Sunday, Nov. 3, 2019. (AP Photo/Manish Swarup)

শেষ ওভারে সাহসটা দেখিয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহই। তখন প্রয়োজন ছিল মাত্র ১ রান আর বল ছিল তিনটি। শিভাব দুবের তৃতীয় বলেই ছক্কা হাঁকালেন মাহমুদুল্লাহ। ফলাফল ভারতের মাটিতে ভারতকে প্রথম টি-২০ ম্যাচে হারালো বাংলাদেশ। রেকর্ড গড়া জয়ের পর মাহমুদুল্লাহ এর কৃতিত্ব দিলেন সতীর্থদের।

ক্রিকইনফোকে মাহমুদুল্লাহ বলেন, ‘আমাদের জয় নির্ভর করেছে, কীভাবে শুরুটা করেছি তার ওপর। বোলাররা দুর্দান্ত খেলেছেন। সবাই রান দেয়ার ক্ষেত্রে কিপ্টেমি করেছেন।’

নিজের অধিনায়কত্বের ব্যাপারে তিনি বলেন, ‘দলের সবার ভালো পারফরমেন্সের কারণে আমার অধিনায়কের দায়িত্ব পালন করতে সহজ হয়েছে।’

প্রশংসা করেছেন মুশফিকসহ বাকিদের। বলেন, ‘এই জয়ের জন্য মুশির (মুশফিক) অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে সে এবং সৌম্য দারুণ খেলেছে। অভিষেক ম্যাচে নাঈমও ভালো খেলেছে। শুরুটা যেমন চেয়েছিলাম তেমনই করেছে ও।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com