পল্লী সম্রাট’খ্যাত লোকসংগীত শিল্পী আব্দুল আলীমের স্ত্রী জমিলা আলীম আর নেই। সোমবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে নূরজাহান আলীম।
তিনি বলেন, ‘বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মা। এর আগে, গত জুনে ব্রেইন স্ট্রোক করেন। তখন তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। এরপর থেকেই মা অসুস্থ ছিলেন।’
নূরজাহান আলীম আরও জানান, আজ সকাল ১১টায় খিলগাঁওয়ে মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের মৃতদেহ এখন নিয়ে যাওয়া হচ্ছে বিক্রমপুরের দোহারে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়ে নূরজাহান আলীম।