নামাজ পড়তে অসুবিধা হয় বলে অভিনয় ছেড়েছেন চিত্রনায়িকা রুমানা রাব্বানি মুক্তি। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি তার অভিনয় ছাড়ার কারণ হিসেবে এ কথা জানান।
গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন মুক্তি। সেখানে তিনি লেখেন, ‘অনেকই জিজ্ঞেস করেন, আমি অভিনয় ছেড়ে দিলাম কেন? আসলে সময়মতো নামাজ পড়তে আমার অসুবিধা হতো। তাই আমাকে অভিনয় ছাড়তে হলো।’
বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি। তিনি ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার গৌতম গোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমার মাধ্যমে ১৯৯২ সালে চলচ্চিত্রে পা রাখেন। একই বছর ‘চাঁদের আলো’ চলচ্চিত্রে ওমর সানীর বিপরীতে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। শেখ নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমার গান ‘তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো’ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।