মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অর্ধেকের বেশি রাজ্যের ফল ঘোষিত হয়েছে। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে জো বাইডেন এগিয়ে রয়েছে। তবে দোদুল্যমান রাজ্যগুলোর ফলের ওপর অনেক কিছু নির্ভর করছে। এমন রাজ্যগুলোই একটি ফ্লোরিডা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, ফ্লোরিডায় বাইডেন জিতলেই হারবেন ট্রাম্প। তবে প্রাথমিক ফলাফরে ফ্লোরিডায় ট্রাম্পের জয়ের সম্ভাবনা রয়েছে।
হোয়াইট হাউসের দৌড়ে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। জাতীয়ভাবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।
ট্রাম্পের ওই উপদেষ্টা সংবাদমাধ্যম সিবিএস’কে জানিয়েছেন, ট্রাম্পের পুনরায় নির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি যথেষ্ট উদ্বিগ্ন। তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা ট্রাম্পের এই উপদেষ্টাকে জানিয়েছেন, ব্যাটলগ্রাউন্ড বা দোদুল্যমান রাজ্যগুলোতে দুই প্রার্থীর ব্যবধান খুবই সামান্য। তবে ব্যাপক চাপে থাকলেও এসব রাজ্যে ট্রাম্প ব্যাপক প্রচার চালিয়েছেন। তাই ট্রাম্পের সম্ভাবনাও বাদ দেওয়া যাচ্ছে না।
ওই উপদেষ্টা বলেছেন, ‘ফ্লোরিডায় বাইডেন জিতলেই খেলা শেষ। তবে ফ্লোরিডায় ট্রাম্প জিতলেই খেলা শুরু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্লোরিডায় এরইমধ্যে ৯৩ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে।
সেখানে ৫১ দশমিক শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অন্যদিকে বাইডেন পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তবে এখনই বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচিত ফ্লোরিডা কার দখলে।