যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পাওয়ার দিক থেকে রেকর্ড গড়লেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন। তার আগে এত ভোট কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থী কখনো পাননি। এর আগে ২০০৮ সালে বারাক ওবামা সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড করেছিলেন। এবার ওবামার ভোটের থেকেও বেশি ভোট পেলেন জো বাইডেন।
২০০৮ সালে একই দলের বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট। আল জাজিরায় প্রকাশিত খবর অনুযায়ী জো বাইডেন ইতোমধ্যেই ভোট পেয়েছেন ৭ কোটি ১৬ লাখ ৫ হাজার ৯৩৬ ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট পেয়েছেন ৬ কোটি ৮৪ লাখ ৫২ হাজার ৪৫৮ ভোট। এখনো কয়েক লাখ ভোট গণনা করা বাকি আছে। ফলে রেকর্ডটি অনেক দূর গড়াতে পারে।