বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

আমেরিকার দুর্ভাগা প্রেসিডেন্ট যারা!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ১৮১ বার

মার্কিন প্রেসিডেন্টদের বেশিরভাগই হোয়াইট হাউস দখলের লড়াইয়ে দ্বিতীয়বার জয়ী হয়েছেন। চেষ্টা করেও পারেননি এমন দুর্ভাগার সংখ্যা নিতান্ত কম নয়। এই সংখ্যা ১২ জন।

পুনর্নির্বাচনে লড়াইয়ের আগেই নারকীয় হত্যাযজ্ঞের শিকার হন অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট জন এফ কেনেডি।

মার্কিন প্রেসিডেন্ট পদ সৃষ্টি হয় ১৭৮৯ সালে। এরপর থেকে গত ২৩১ বছরে এই পদ অলংকৃত করেছেন ৪৫ জন ব্যক্তি। মার্কিন সংবিধান অনুসারে, পর পর দুইবারই মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন একজন ব্যক্তি।

২০১৬ সালে ট্রাম্প জেতার আগে প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। ওবামা প্রথম জিতেছিলেন ২০০৮ সালে। দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন ২০১২ সালে।

জর্জ এইচ ডব্লিউ বুশ : সর্বশেষ ১৯৯২ সালে দ্বিতীয় টার্মে হেরে যান প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ বা বুশ সিনিয়র। কিন্তু পরবর্তী সময় তারই ছেলে জর্জ ডব্লিউ বুশ জুনিয়ার দুইবার মার্কিন প্রেসিডেন্ট হন।

জন অ্যাডামস : দ্বিতীয় চেষ্টায় হেরে যাওয়া প্রথম প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস। ১৭৮৯ সালে প্রেসিডেন্ট পদ সৃষ্টির পর পরপর দুইবার দায়িত্ব পালনের সম্মান অর্জন করেন জর্জ ওয়াশিংটন।

ওয়াশিংটনের অধীনেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন জন অ্যাডামস। এরপর প্রেসিডেন্ট হন তিনি।

জন কুইন্সি অ্যাডামস : দ্বিতীয়বার পুনর্নির্বাচনের দেয়াল টপকাতে পারেননি অ্যাডামস পরিবারের আরেক সদস্য জন কুইন্সি অ্যাডামস। ১৮২৮ সালে প্রেসিডেন্ট অ্যান্ডু জ্যাকসনের কাছে হেরে যান জন কুইন্সি অ্যাডামস।

উইলিয়াম টাফট : ১৯১৩ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান উইলিয়াম টাফট। উড্রো উইলসনের ঝড়ের সামনে কার্যত উড়ে যান তিনি।

বলা হয়, প্রথমবারেও রুসভেল্টের সাহায্যেই নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় দফায় রুসভেল্টের সঙ্গে তীব্র মতপার্থক্য হয় তার। রুসভেল্টের অঙ্কেই দ্বিতীয় দফায় উড্রো উইলসনের কাছে হেরে যান তিনি।

হার্বার্ট হুভার : ১৯২৯ সালে ৩১তম মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন হার্বার্ট হুভার। তিনি ক্ষমতায় আসার পরেই আমেরিকায় সবচেয়ে বড় স্টক মার্কেট ক্র্যাশ হয়। সেই ঝড় সামলাতে পারেননি প্রেসিডেন্ট হুভার। দ্বিতীয়বার হেরে যান ফ্রাঙ্কলিন রুজভেল্টের কাছে।

গেরাল্ড ফোর্ড ও জিমি কার্টার : ৩৮তম মার্কিন প্রেসিডেন্ট গেরাল্ড ফোর্ড এবং ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টারও দ্বিতীয়বার প্রেসিডেন্টের সিংহাসন দখল করতে ব্যর্থ হন। ব্যর্থদের তালিকায় আরও রয়েছেন অ্যান্ড্রু জনসন, গ্রোভার ক্লিবল্যান্ড, মার্টিন ভ্যান বুরেন ও ফ্রাঙ্কলিন পিয়ার্স।

২০২০ সালের মার্কিন নির্বাচনের জনমত সমীক্ষা বলছে, ট্রাম্প হেরে যেতে পারেন। ভোটের ফলাফল এখন পর্যন্ত যা মিলেছে তাতে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। তবে যদি জনমত সমীক্ষার ফলাফল অনুযায়ী ট্রাম্প হেরে যান, তা হলে তৈরি হবে আরেক নতুন রেকর্ড।

একুশ শতকে প্রথম কোনো ব্যক্তি পর পর দুইবার প্রেসিডেন্ট হতে পারবেন না। ট্রাম্প হেরে গেলে ১৯৯২ সালের পর ফের কোনো প্রেসিডেন্ট দ্বিতীয়বার সিংহাসন দখল করতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com