রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

নিউইয়র্কে এনআরবি তারকা অ্যাওয়ার্ড ২০১৯ এর সকল প্রস্তুতি সম্পন্ন

বাংলাদেশ রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ২৮২ বার

এনআরবি তারকা অ্যাওয়ার্ড ২০১৯ এর বর্ণাঢ্য তারকা মেলার প্রস্তুতি সম্পন্ন ॥ যেটি বহির্বিশ্বে প্রবাসীদের সবচেয়ে বড় তারকা মেলা।
নিউইয়র্ক ডিটিএন ওয়াই নিবেদিত এবং শো-টাইম মিউজিক আয়োজিত এনআরবি তারকা অ্যাওয়ার্ড ২০১৯ এর বর্ণাঢ্য লাইভ কনসার্ট অনুষ্ঠানটি আগামী ১৭শে নভেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্টিত হবে । ডিটিএনওযাই নিবেদিত এবং শো-টাইম মিউজিক আয়োজিত এনআরবি তারকা অ্যাওয়ার্ড ২০১৯ এর বর্ণাঢ্য লাইভ কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে নিউইয়র্কে সব চেয়ে পাঠক প্রিয় অনলাইন পোর্টাল ইউএসবাংলা২৪.কম ও জি বি টিভি ॥অনুষ্ঠান মাতাতে দেশ ও প্রবাসের দর্শক প্রিয় শিল্পীরাও বর্তমানে নিউইয়র্কে অবস্হান করছে। জমকাল এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা ।এছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অংশগ্রহণ করবেন সাহা মাহাবুব, কৃষ্ণা তিথি ,শশি,কামরুজ্জামান বকুল,কণ্ঠশিল্পী রানু নেওয়াজ,সহ আরো অনেকে।রয়েছে আকষর্নীয় ফ্যাশন শো। অনুষ্ঠানে কোন প্রবেশমূল্য নেই।এবছর অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ডিটিএনওযাই এবং গ্রান্ড স্পন্সার রহমান মালেক,ডিজিটাল ওয়ান সহ বিসমিল্লাহ্ প্লোল্ট্রি, এনওয়াই ইন্সুরেন্স। এসএমপি’র কর্ণধার আলমগীর খান আলম প্রবাসী সকলকে অনুষ্ঠান উপভোগের আমন্ত্রন জানিয়েছেন। বিস্তারিত তথ্যের জন্য ৬৪৬-৫৪৬-৬০৩৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ইউএসবাংলা২৪.কম,ও জি বি টিভি॥

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com