রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

নিউইয়র্কে তারেকের জন্মদিন পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ১৯৯ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে নিউইয়র্কে ১৯ নভেম্বর বৃহস্প্রতিবার ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে বেলুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে উৎসবের আমেজে কেক কেকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি পারভেজ সাজ্জাদ।

অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টিও সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক সম্পাদক আবদুল বাতিন, সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক আবু তাহের ও সহ-সাধারন সম্পাদক খলকুর রহমানের পরিচালনায় এ আলোচনায় আরো অংশ নেন যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, ফোরামের প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, লিটন খান, আমজাদ হোসেন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুবদল নেতা মিজানুর রহমান, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, ব্রুকলিন বিএনপির সভাপতি জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, শ্রমিক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম, কোকো পরিষদ সভাপতি শাহাদাত হোসেন রাজু,জাতীয়তাবাদি ফোরামের সাবেক সভাপতি নাছিম আহমেদ, সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, ফারুক হোসেন মজুমদার, সাইদুর খান ডিউক, মাহবুবুর রহমান মুকুল, জামালুর রহমান চৌধুরি, বাচ্চ ুমিয়া, কামরুজ্জামান, তারেক জামান, জাসাস সিটি কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সভাপতি বদরুল হক আজাদ, খুরশেদ আলম, মতিউর রহমান লিটু,এম আজিজ হিরু, শোয়েব আহমেদ, মুক্তাদির আহমেদ, যুগ্ন সম্পাদক আহসানুল্লাহ মামুন,আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ হানিফ, ছাত্রবিষয়ক সম্পাদক সফিক আহমেদ,,সাধারন সম্পাদক আহসানুল্লাহ মামুন,আবদুর রহিম বাহার, আবদুল্লাহ আলমামুন(সবুজ), ইসমাঈল হোসেন, ইকবাল হোসেন, নাজমুল হোসেন, মোজাম্মেল সোহাগ, আল মামুন, মশিউর রুবেল, রিয়াদ হোসেন, আবদুর রহিম, মশিউর রহমান মশু, সাইফুল ইসলাম, ওমর ফারুক, মোঃ ফারুক, আতিকুল্লাহ, মিরসরাই জাতীয়তাবাদি ফোরাম সভাপতি সাইফুদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজী সাইফুল আলম,সিনিয়র সহসভাপতি মাঈনউদ্দিন, যুগ্ন সম্পাদক ইমাম হোসেন, আশিকুর মান্নান খান, ইসমাঈল হোসেন, অনিক, তাজুল ইসলাম, সোলেমান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দেলোয়ার বলেন, আওয়ামী লীগের স্বৈরতন্ত্রে দেশের মানুষ অতিষ্ট। আর বেশী সময় নেই বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠা দুর্বার আন্দোলনে এদের পতন হবে। তাই জন্মদিনে সবাইকে শপথ নিতে হবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে যাব। বিশেষ অতিথি এম এ বাতিন বলেন, জাতির এক ক্রান্তিকালে বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল এবং বিএনপি ক্ষমতাসীন হয়েছিল। সে সময় দেশের মানুষ শান্তিতে ছিল। আর এখন স্বৈরচারি সরকার আওয়ামী লীগের হাতে কোন মানুষ নিরাপদ নয়।

অপর বিশেষ অতিথি জাকির এইচ চৌধুরী বলেন, দেশের মানুষ এই সরকারের হাতে কোনভাবে নিরাপদ নয়। খুন, গুম, লুটপাট এদের নৈত্য নৈমিত্তিক ঘটনা। যত দ্রুত এদের ক্ষমতাচ্যুত করা যায় ততই জাতির মঙ্গল। আয়োজক সংগঠনের সভাপতি পারভেজ সাজ্জাদ বলেন, যুক্তরাষ্ট্র বিএনপিসহ দেশের মানুষ স্বৈরচারি আওয়ামী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদেরকে জনগন আর এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায়না। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জম্মদিনে সবাইকে এক হয়ে কাজ করার সংকল্প গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com