ভারতে চলমান কৃষকবিদ্রোহে গতকাল শনিবার আন্দোলনরত নেতা ও সরকারের প্রতিনিধিদের দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের বৈঠক চলছিল। এর আগে বৃহস্পতিবার বৈঠক ব্যর্থ হওয়ায় গতকাল পঞ্চম রাউন্ড বৈঠক অনুষ্ঠিত হয়। খবর এনডিটিভি।
কৃষক নেতারা নিজেদের দাবিতে অটল রয়েছেন। সরকারকে দাবি মেনে নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি না মানলে সর্বাত্মক ধর্মঘটের হুমকি দিয়েছেন তারা। এদিকে গতকাল বৈঠকেও দাবি না মানলে বৈঠক বানচাল করার হুমকি দেন আন্দোলনরত কৃষক নেতারা। এদিকে সরকার বেকাদায় পড়ে সুর কিছুটা নমনীয় করলেও জানিয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় প্রয়োজন। এ ছাড়া সরকারের পক্ষ থেকে বিল সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছে; কিন্তু কৃষক নেতারা এতে সম্মত হননি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উচ্চ পর্যায়ের একটি বৈঠকের পর বিক্ষোভরত কৃষক প্রতিনিধিদের সঙ্গে পঞ্চম দফার আলোচনা সেরেছে ভারত সরকারের একটি প্রতিনিধি দল। শনিবার বিকালের ওই বৈঠকে কৃষক প্রতিনিধিদের কাছে সরকারের তরফে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা অনড় থাকলেও তা সংশোধনের প্রস্তাব দিয়েছে সরকার। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে গতকাল কৃষক নেতাদের সঙ্গে আলোচনায় বসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং ঠোমারসহ ঊর্ধ্বতন নেতারা। ওই বৈঠকের পর সরকার কৃষি আইন সংস্কারে সম্মত হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
গতকালের বৈঠকে কৃষক প্রতিনিধিদের লিখিত প্রস্তাব দিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং ঠোমার ও কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গয়ালের নেতৃত্বাধীন সরকারি প্রতিনিধিরা।
বৈঠকের আগে জুনিয়র কৃষিমন্ত্রী কৈলাশ চৌধুরী বলেন, ‘আজকের বৈঠকে কৃষকদের সন্দেহ দূর করা হবে। বিরোধীরা বিক্ষোভে উসকানি দিচ্ছেন। আশা করছি কৃষকরা বিক্ষোভ থেকে পিছু হটবেন।’