কলকাতা টেস্টে বোলারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করেন বাংলাদেশ দলের পেসার আল আমিন হোসেন। তার মতে, লাল বলের সঙ্গে গোলাপি বলের মুভমেন্ট এবং সুইংয়ে অনেক পার্থক্য। তাই ম্যাচে ভালো ফলাফল করতে হলে মূল দায়িত্ব নিতে হবে বোলারদেরকেই।
জাতীয় দলের পেসার মো. আল আমিন হোসেন বলেন, প্রথম টেস্ট নিয়ে চিন্তা করলে সামনে এগিয়ে যাওয়া খুবই কঠিন। আর এখন দ্বিতীয় টেস্ট নিয়ে চিন্তিত, সেখানে কীভাবে ভাল করা যায়। লাল বল থেকে এই বলটা একটু ভিন্ন। খুবই সহজেই শাইন করা যায়। এ বলে ইন্ডিয়া অপরিচিত আমরা অপরিচিত। সে হিসেবে ম্যাচটি খুবই চ্যালেঞ্জিং হবে। যদি আমরা ভালো করতে পারি, আশা করি ভালো কিছু হবে।